
বার্তা কক্ষ : মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক, তাদের কাউকে রেহাই দেওয়া হবে না, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কঠোর হুঁশিয়ারি ।
তিনি বলেছেন, খুনিদের দ্রুত গ্রেপ্তার করা হবে। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডির সরকারি বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। জড়িত কেউই রেহাই পাবে না। অতিদ্রুত অপরাধীরা ধরা পড়বে।
তিনি আরও বলেন, এ ঘটনা নিয়ে যারা কলকাঠি নাড়ার চেষ্টা করবেন, তাদেরও আইনের আওতায় আনা হবে। পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। খুনি যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।