
আন্তর্জাতিক ডেস্ক : কিছুদিন ধরে সিকিমের নাথুলা, লাচেন, ছাঙ্গু এলাকায় ভয়াবহ রকমের তুষারপাত হচ্ছে। এর মধ্যেই ছিল বড়দিনের ছুটি। এ সুযোগে তুষারপাতের মতো মনোরম দৃশ্য উপভোগ করার ইচ্ছা হাতছাড়া করেননি অনেকে। হাজার হাজার পর্যটক গিয়েছিলেন সেখানে।
অতিরিক্ত তুষারপাতের কারণে রাস্তা কয়েক মিটার বরফের চাদরে ঢেকে যায়। ব্যাপকভাবে ব্যাহত হয় ফলে যান চলাচল।ভারতের প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রায় ২৭৫টি পর্যটক বোঝাই গাড়ি ছাঙ্গুতে আটকে যায়। বেড়াতে গিয়ে এরকম পরিস্থিতির সম্মুখীন হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেনাবাহিনীর সাহায্য নেয় প্রশাসন। জানা যাচ্ছে, শনিবার (২৫ ডিসেম্বর) থেকেই পর্যটকদের উদ্ধারে কাজ শুরু করে সেনারা। শনিবার রাত পর্যন্ত সেখানে আটকে থাকা প্রায় দেড় হাজার পর্যটককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, আবহাওয়া পরিষ্কার এবং রাস্তা থেকে বরফ পরিষ্কার না হওয়া পর্যন্ত পর্যটকদের গ্যাংটকে ফেরানো সম্ভব নয়।
তবে বর্তমানে পর্যটকরা নিরাপদে রয়েছেন বলেই সিকিম প্রশাসন জানিয়েছে। নিয়মিত তাদের খোঁজ নিচ্ছে সিকিম প্রশাসন। গ্যাংটকে না ফেরানো পর্যন্ত পর্যটকরা সেনা ছাউনিতে থাকবেন বলে জানা গেছে। এ বিষয়ে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল জানান, ব্যাপক তুষারপাতের ফলে এ সমস্যা হয়েছে। তবে পর্যটকদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। আবহাওয়া পরিষ্কার হলে পর্যটকদের ফেরানো হবে।