
বার্তা কক্ষ : এমভি অভিযান-১০ লঞ্চে আগুনে নিহতদের পরিবারকে ৫০ লাখ ও গুরুতর আহতদের ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।
সেই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটনে রিটে বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। ইউনুস জানান, আগামীকাল সোমবার (২৭ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।
আবেদনে বিবাদী করা হয়েছে নৌ-পরিবহন সচিব, বিআইডব্লিওটিএর চেয়ারম্যান এবং লঞ্চের মালিক হাম জালাল শেখকে। গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকায় সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে।
এতে ৪১ জনের প্রাণহানি ঘটে। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এদের মধ্যে ৩৭ জনেরই বাড়ি বরগুনায়। এদের মধ্যে ১৪ জনের পরিচয় পাওয়া গেছে।
বাকি ২৩টি মরদেহ বেওয়ারিশ হিসেবে বরগুনা সদর উপজেলার পোটকাখালী এলাকার সরকারি গণকবরে শনিবার (২৫ ডিসেম্বর) দাফন করা হয়েছে। লঞ্চ দুর্ঘটনায় এখনও বরগুনা অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যাত্রীদের খোঁজে আত্মীয়-স্বজনরা দুর্ঘটনায়স্থল এবং জেলার বিভিন্ন এলাকায় সন্ধান চালাচ্ছেন।