
রেজাউল করিম (পেকুয়া) : কক্সবাজারের পেকুয়ায় টইটং উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থী-২০২১ ও সিনিয়র শিক্ষক মিসেস শাশ্বতী চক্রবর্তী এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৯নভেম্বর) সকাল সাড়ে১০টার দিকে স্কুল মাঠে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টইটং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ বিএ, একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান চৌধুরী, টইটং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছরওয়ার কামাল চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক দলিল আহমদ, বটতলি শফিকীয়া মাদরাসার সুপার মাওলানা ছাবের আহমদ, টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মুহাম্মাদ প্রমুখ । এছাড়াও অনুষ্ঠানে টইটং ইউপির নবনির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন।