
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশু’র মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (আজ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লালু একই এলাকার মিশুক চালক মফজল আহমদ প্রকাশ মজুর ছেলে।মফজল আহমদ বলেন,পেকুয়া বাজার থেকে কর্ম শেষে বাড়ি ফিরছিলাম। বাড়ির পাশে পুকুরে ছেলে লালুকে ভাসমান অবস্থায় দেখতে পাই। দ্রুত তাকে উদ্ধার করে নুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ইউপি সদস্য সাজ্জাদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
লালুর মা রুমি আক্তার বলেন,উঠানে খেলছিল লালু। কোন এক সময় সে পুকুরে পড়ে যায়। এদিকে লালুর করুন মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।