
রেজাউল করিম (পেকুয়া প্রতিনিধি) : কক্সবাজারের পেকুয়ার টইটং ইউপিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) সকালে টৈটং ইউনিয়ন পরিষদের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন টৈটং ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন,১৯৬৪ সালের এ দিনে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের অবুঝ শিশু রাসেলও রেহাই পাননি।
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা সেদিন বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাই নরপশুরা নিষ্পাপ শিশু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলকেও নির্মমভাবে হত্যা করে।আজ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। বক্তব্য শেষে কেক কেটে শেখ রাসেলের জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, টৈটং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার কামাল চৌধুরী, ইউপি সচিব আব্দুল আলিমসহ নবনির্বাচিত সকল ইউপি সদস্যবৃন্দ।