
পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে বসত ভিটার জমি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে বেশ কয়েকজন দুর্বৃত্তের বিরুদ্ধে।
বুধবার (১৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার রাজাখালী ইউনিয়নের রকবত আলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জবর দখলের চেষ্টার বিরুদ্ধে একই এলাকার মোজাফ্ফর আহমদের ছেলে শফিকুর রহমান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজারে একটি এম আর মামলা দায়ের করেন। যার নং ১৯৪২/২১।
ভুক্তভোগী মালিক শফিকুর রহমানের ছেলে মোঃ মোজাম্মেল বলেন, আমার পিতা পৈত্রিকভাবে পাওয়া সম্পত্তি ছাড়াও চাচা জফির আহমদ থেকে ২০ শতক জমি ক্রয় করে দীর্ঘ কয়েক দশক ধরে ভোগদখল করে আসছি। ইতোমধ্যে আমরা ৪ ভাই যার যার কর্মস্থল নিয়ে বাড়ির বাইরে থাকার সুযোগে মৃত আবদু জব্বারের ছেলে সোবুল করিম, জিয়াবুল করিম, আবদু রহিমের ছেলে শাহাদত আলী ও জমির সহ আরো কয়েকজন বসত ভিটার জমি নিয়ে বিরোধ করে আসছিল।
যার ধারাবাহিকতায় জবর দখল চেষ্টা চালান তারা। একারণে আমরা বিজ্ঞ আদালতে একটি এম আর মামলা করার পর আদালত অভিযোগ আমলে নিয়ে শুনানীর পর ১৪৪ ধারার আদেশ জারি করেন। বিজ্ঞ আদালত আদেশে সহকারী কমিশনার (ভূমি)কে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেয়ার ও পেকুয়া থানাকে বিরোধীয় জায়গায় আইন শৃংখলা বজায় রাখার নির্দেশনা দেন।
বিজ্ঞ আদালতে মামলাটি দায়ের করার পর উল্লেখিত বিবাদীর অধিক ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী ভাড়া করে ভিটার জমি জবর দখল করার চেষ্টা করে। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করলে দ্রুত গ্রাম পুলিশ গিয়ে জবর দখল চেষ্টা প্রতিহত করেন। তিনি আরো বলেন, আমরা বাড়িতে না থাকার সুযোগে বৃদ্ধ পিতাকে বারবার নির্যাতন করতেছে তারা। তাদের অত্যাচার নির্যাতন থেকে বাঁচতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।