
হাটহাজারী প্রতিনিধি : চট্টগ্রাম-কাপ্তাই সড়কে পোশাক শ্রমিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে পাঁচ কর্মী আহত হয়েছেন। রোববার ভোর ৬টার দিকে হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড কুয়াইশ ভরাপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, নগরীর কালুরঘাট শিল্প এলাকায় আজিম গ্রুপের অ্যাভেঞ্জার টেক্সটাইল লিমিটেডের পোশাক শ্রমিক বহনকারী একটি বাস (চট্ট-মেট্রো জ ০৫-০১৬৯) নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। এ সময় বাসে থাকা পাঁচ শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় কালুরঘাট ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে মদুনাঘাট তদন্তকেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী বলেন, ‘কুয়াইশের ভরাপুকুরে শহরগামী আজীম গ্রুপের একটি পোশাক শ্রমিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এতে ৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা সম্ভব হয়নি।