
পেকুয়া প্রতিনিধি : পেকুয়ায় “জাতীয় মৎস্য সপ্তাহ” উপলক্ষে উপজেলা মৎস্য কার্যালয়ে কর্মসূচী পালনের লক্ষে শনিবার ( ২৮ আগষ্ট ) সকাল ১১ টায় সাংবাদিককদের সাথে মতবিনিময় করেন পেকুয়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন।
সাংবাদিকদের সাথে মতবিনিময়ের শুরুতে ১৫ আগষ্ট কাল রাত্রীতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ ঐসময়ে নিহত সকল শহীদদের স্মরণ করে জাতীয় মৎস্য সপ্তাহ পালনে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচীর কথা তুলে ধরেন। জাতীয় মৎস্য সপ্তাহ’র প্রতিপাদ্য বিষয় “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এর আলোকে কর্মসূচীতে রয়েছে-২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সারাদেশের ন্যায় পেকুয়া উপজেলায়ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন করা হবে।
এ বিষয়ে পেকুয়া উপজেলা জৈষ্ট মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন বলেন, দেশ স্বাধীন হওয়ার পরে বরিশালের এক জনসভায় বলেছিলেন,আমার মাটি আছে জলাশয় আছে প্রচুর পরিমান। আগামীতে বৈদেশিক আয়ের বিভিন্নখাতের মধ্যে মৎস্যখাত হবে অন্যতম। বঙ্গবন্ধুর ঐ সময়ের কথা আজ বাস্তবে প্রমাণিত। আজ বৈদেশিক আয়ের মধ্যে মৎস্যখাতের আয় দ্বিতীয় পর্যায়ে এবং মৎস্য সম্পদে দেশ আজ স্বয়ং সম্পূর্ণ। ২৮ অগাস্ট থেকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ শুরু হচ্ছে। ৩ রা সেপ্টেম্বর পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এটি পালন করা হবে।
সপ্তাহব্যাপী কর্মসূচীতে রয়েছে, ২৮ আগস্ট উপজেলার বিভিন্ন ইউনিয়নে জাতীয় মৎস্য সাপ্তাহ ২০২১ উপলক্ষে মাইকিং ও ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচারণা, ২৯ আগষ্ট উপজেলা পরিষদ পুকুরসহ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ, ৩০ আগষ্ট রাজাখালী ইউনিয়নের সুন্দরী পাড়া এলাকায় প্রান্তিক মৎস্য চাষীদের সাথে স্বাস্থবিধি অনুসরণ পূর্বক মতবিনিময়,৩১ আগষ্ট টৈটং ইউনিয়নের বাজার পাড়া এলাকায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা,
১ লা সেপ্টেম্বর রাজাখালীর এয়ার আলী খান উচ্চ বিদ্যালয় মাঠে মৎস্য পর্যায়ে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রমাণ্যচিত্র প্রদর্শন, মৎস্যচাষীদের পুকুরের মাটি ও পানি পরীক্ষা,২ রা সেপ্টেম্বর উপজেলা পরিষদ চত্বরে মৎস্য চাষে সুফলভোগীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ এবং ৩রা সেপ্টেম্বর কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় ও মৎস্য সাপ্তাহের সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানিয়ে উপজেলা জৈষ্ট মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন উপস্থিত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।