
পেকুয়া প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় দূর্বৃত্তের হামলায় মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের ভাই এনায়েত উল্লাহসহ ২জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২৪আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাজারপাড়া এলাকার বানিয়ার ছড়া- বরইতলী সড়কের ব্যাংখল ঘোনা পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মগনামা ইউনিয়নের আজগর আলী সিকদার বাড়ির কলিম উল্লাহ চৌধুরীর ছেলে ও চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের ভাই এনায়েত উল্লাহ চৌধুরী (৩৫) ও তার মামাতো ভাই উজানটিয়া নুরীর পাড়া এলাকার কপিল উদ্দিন চৌধুরীর ছেলে মো. আরাফাত (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে এনায়েত উল্লাহ চৌধুরী ও মো. আরাফাত বাইক নিয়ে তাঁদের কর্মস্থলে যাচ্ছিলেন। তাঁরা বাইক নিয়ে মগনামা বাজারপাড়া এলাকার ব্যাংখল ঘোনা পয়েন্টে পৌঁছালে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল তাঁদের গতি রোধ করে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র ও কিরিচ দিয়ে তাদেরকে আঘাত করে গুরুতর জখম করে। ঘটনার একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্মরত চিকিৎসক তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মগনামর চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী অভিযোগ করে বলেন, চিহ্নিত দুর্বৃত্ত মমতাজুল ইসলামের নেতৃত্বে খোরশেদুল আলম, রোকন উদ্দিন, জসিম উদ্দিনসহ ১০ থেকে ১২ জন কিরিচ দিয়ে কুপিয়ে তাঁর ভাই এনায়েত উল্লাহকে হত্যার চেষ্টা চালায়।
নির্বাচন ও রাজনৈতিক বিরোধের জেরে তাঁরা আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে এ পরিকল্পিত হামলা করে। এদিকে হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মগনামার মুহুরী পাড়া ষ্টেশন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) সাইফুর রহমান মজুমদার জানান, ঘটনার পর থেকে মগনামা এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান অব্যহত রয়েছে।