
১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। তারই ধারাবাহিকতায় পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস।
রবিবার ১৫ আগস্ট সকালে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে খতমে কোরআন, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার কামাল চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন. টৈটং ইউপির প্যানেল চেয়ারম্যান হাজি শাহাব উদ্দিন সিকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. কামাল হোছাইন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি টিপু সুলতানসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন।
এদিকে শোকদিবস উপলক্ষে দুপুরে টৈটং উচ্চ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করা হয়। আলোচনা শেষে মাওলানা খাইরুজ্জাম গাজীর পরিচালনায় সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন সবাই।