
এবার নির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় তাঁকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে আটক করা হয়।
চয়নিকা চৌধুরী সন্ধ্যায় সময় টেলিভিশনে একটি লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার পথে পান্থপথ সিগন্যালে তাঁর ব্যক্তিগত গাড়ি থেকে আটক করে ডিবি পুলিশের একটি দল। পড়ে তাঁকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। এ সময় সেখানে গণমাধ্যমের অনেক কর্মী উপস্থিত ছিলেন। চয়নিকা চৌধুরী ও পরীমনির মধ্যে যে সখ্য রয়েছে, তা সবারই জানা।
চয়নিকা চৌধুরীকে নিজের ‘মা’ বলে সম্বোধন করে থাকেন পরীমনি। উত্তরা বোট ক্লাব কাণ্ডের পর পরীমনির পাশে ছায়ার মতো দেখা গেছে তাকে।