
করোনার আরও ১ লাখ ৮৫ হাজার ২০০ ডোজ টিকা চট্টগ্রামে এসেছে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে বুধবার (২৮ জুলাই) সকাল ৭টার দিকে এসে পৌঁছে এসব টিকা।
এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ১ লাখ ৬ হাজার ৮শ ডোজ এবং চীনের তৈরি সিনোফার্মের ৭৮ হাজার ৪শ ডোজ টিকা। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব টিকা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা তার সঙ্গে ছিলেন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে আরও এক দফায় ১ লাখ ৮৫ হাজার ২শ’ ডোজ করোনার টিকা এসেছে। যার মধ্যে মডার্নার ১ লাখ ৬ হাজার ৮শ ডোজ এবং চীনের ৭৮ হাজার ৪শ ডোজ টিকা।
এসব টিকা ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়েছে। নির্দেশনা আসলে চট্টগ্রামের উপজেলা এবং নগরের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হবে।