পেকুয়ায় মাছ ধরার সময় জালে আটকে জেলের মৃত্যু

কক্সবাজারের পেকুয়ার ভুলাখালে মাছ ধরার সময় মো.শাহাব উদ্দিন (৪৪) নামের এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৫জুলাই) বিকাল ৫ টার দিকে উপজেলার ভোলাখালে এ ঘটনা ঘটে।
নিহত শাহাব উদ্দিন উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝির ঘোনার আনোয়ার হোসেনের ছেলে। জানা গেছে, প্রতিদিনের মতো ভোলাখালে নিজের বসানো খুঁটা জালে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে।
বারবাকিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান এমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহাব উদ্দিন খুব ভাল মনের অধিকারী ছিলেন। এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করছি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরো সংবাদ