
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে একজন ইউপি সদস্যে মারা গেছে যাওয়ার খবর পাওয়া গেছে।
আজ বুধবার (২১ জুলাই) সকাল পৌনে ৮টায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত মোহাম্মদ শাহ আলম কিরণ (৪৪) কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ছিলেন। তিনি চরলক্ষ্যা এলাকার হাজী মফজল আহমদের বাড়ির জাফর আহমেদের ছেলে।
শাহ আলমের ভাগ্নে আকরাম হোসেন রানা জানান, গত ১৩ জুলাই করোনা পরীক্ষা করার পর করোনা পজিটিভ শনাক্ত হন শাহ আলম কিরণ। ওইদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত ১৭ জুলাই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে বুধবার সকালে মারা যান তিনি।