
গত ১৪/৭/২১ইং বাদ আসর উখিয়ার থাইংখালী মগপাড়ার বিল (হাকিম পাড়া) ৫নং ওয়ার্ডে, জাহাঙ্গীর আলম (৩৫) পিতা- মফিজ উদ্দিন চৌধুরী ও আবদুস সালাম (৩৮), পিতা- মৃত নজু মিয়া মধ্যযুগীয় কায়দায় রশি দিয়ে বেধে নির্যাতন করে। ভিডিও চিত্রে দেখা যায় একই এলাকার আবুল কাসেম এর ছেলে আবসার (২৫) ও শাহআলম এর ছেলে নয়ন (১৬) কে মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতন চালাচ্ছে।
যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। উক্ত ঘটনার ব্যাপারে পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীর বলেন, বিষয়টি আমি শুনেছি ও অনেকে ফেসবুকে ভিডিও দেখে আমাকে জানাইছে। আমি উক্ত ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।
কেহ আইনের উর্ধ্বে নয়।যে বা যারাই উক্ত ঘটনা ঘটাক না কেন, আইন নিজের হাতে তুলে নেবার অধিকার বা ক্ষমতা কেহ কাউকে দেয়নি। কেহ অপরাধ করে থাকলে থানা আছে,কোর্ট আছে, জনপ্রতিনিধিরা আছেন, আইন আছে, বিচার আছে। মানুষের গায়ে হাত দেবার অধিকার কে দিয়েছে? আমিও উক্ত ঘটনার সঠিক বিচার দাবি করছি ।
উপরোক্ত ঘটনার আলোকে থানা প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন, অত্র এলাকার সাধারন মানুষের আশা ও দাবি।