
“অধিকার ও পছন্দই মূল কথা: প্রজনন স্বাস্থ্য অধিকার প্রাধাণ্য পেলে কাঙ্খিত জন্মহারে সমাধান মেলে” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত বিশ্ব জনসংখ্যা দিবস ২০২১ অনুষ্ঠিত হয়।
আজ ১১ই জুলাই ২০২১, রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী ( স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ) জাহিদ মালেক-এম.পি’র উপস্থিতিতে এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পর্যায়ের ২টি ক্যাটাগরি (ক্লিনিক ও সিবিডি) তে “শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা” হিসেবে মমতাকে পুরষ্কার প্রদান করা হয়।
এতে উপস্থিত থেকে প্রতীকি পুরষ্কার গ্রহন করেন মমতার প্রধান নির্বাহী রফিক আহমদ। এই গৌরবোজ্জ্বল মুহুর্তে মমতা তার সকল স্তরের কর্মকর্তা ও কর্মীদের বিশেষত; কন্সাল্ট্যান্ট, মেডিকেল অফিসার,প্যারামেডিক, নার্স, সুপারভাইজার, স্বাস্থকর্মী ও আউট্রিচ ওয়ার্কারসহ সকল শুভাকাঙ্খীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছে।
উল্লেখ্য, মমতা “শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা” হিসেবে এ পর্যন্ত ১৪ বার এই মুকুটের অধিকারী হয়। জাতীয় পর্যায়ের এমন সম্মানজনক পুরষ্কার অর্জনের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে মমতা’র প্রধান নির্বাহী রফিক আহমদ বলেন, “মমতা ১৯৮৩ সন হতে মা ও শিশু স্বাস্থ্যসেবা, আর্থ-সামাজিক উন্নয়ন, নারী ও শিশু অধিকার রক্ষাকল্পে কাজ করা সহ সমাজের সার্বিক উন্নয়নে সরকারের সহায়ক শক্তি হিসেবে সততা, নিষ্টা ও সেবামূলক মনোভাব নিয়ে কাজ করে আসছে।
জাতীয় পুরষ্কার প্রাপ্তির এ অর্জন নি:সন্দেহে মমতা পরিবারসহ পুরো চট্টগ্রাম বাসীর জন্য গর্বের বিষয়।”