কক্সবাজারের পেকুয়ায় নয়ন মণি নামে এক কিশোরী নিখোঁজ

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের দশের ঘোনা এলাকার নয়ন মণি নিখোঁজ। তিনি ওই এলাকার আজম উদ্দিনের মেয়ে ও পেকুয়া সরকারি জিএমসি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
রবিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি হতে পেকুয়া বাজারে কাপড় ক্রয় করতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। তার গায়ের রং ফর্সা, কালো কুটি ও ঘি রংয়ের গোল কামিছ পরণে ছিল। তার উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি।
তার চেহেরা কারো নজরে পড়লে অথবা কেউ দেখে থাকলে পিতা আজম উদ্দিন 01822-633150 ও চাচা গিয়াস উদ্দিন 01877-402930 নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত আবেদন জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরো সংবাদ