
কক্সবাজারের পেকুয়ায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার কাজে যোগ না দেয়ায় আবদু শুকুর (৩০) নামে এক যুবককে পিঠিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার উজানটিয়া ইউপির পেকুয়ারচরস্থ স্টেশনে এ ঘটনা ঘটে। আহত যুবক একই এলাকার মৃত তৈয়ম গোলালের ছেলে। আহতকে পরিবারের লোকজন উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় আহত যুবক বাদী হয়ে একই এলাকার মৃত মোজাহেরুল হকের ছেলে জামাল হোসেন ও জামাল হোসেনের ছেলে কামাল হোসেনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বাদী উল্লেখ করেন, তাদের এলাকার একটি সরকারি সড়ক সংস্কার করতে এলাকাবাসী সেচ্ছায় অংশগ্রহণ করেন।
ওই সংস্কার কাজে বাদীকে যেতে বললে পারিবারিক কাজ থাকায় সংস্কার কাজে যোগ দিতে পারেনি। এ ঘটনায় ক্ষপ্তি হয়ে বিবাদীরা তাকে অশ্লীল ভাষায় গালি দিলে মা স্থানীয়দের ঘটনাটি জানায়। এমন ঘটনায় বিবাদীরা অধিক ক্ষিপ্ত হয়ে গত ৪ জুলাই বাড়িতে এসে মারধর করে।
তারপরের দিন পেকুয়ার চর স্টেশনে একা পেয়ে মারধর করে। তাদের ভয়ে গত ৫ দিন বাড়িতে যেতে না পারলেও গত ৯ জুলাই পেকুয়ার চর ভাই ভাই স্টোরের সামনে তাকে দেখতে পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে আসে।
আহত আবদু শুক্কুর বলেন, তারা খুব প্রভাবশালী লোক। পারিবারিক কাজ থাকায় সড়ক সংস্কার কাজে যেতে না পারায় তিন দফা মারধর করেছে আমাকে। এখন এলাকায় গেলে প্রাণে হত্যা করবে বলে হুমকি দিচ্ছে। যার কারণে আইনের আশ্রয় নিয়েছি। পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।