
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ইমো’ হ্যাকিং ও বিকাশে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়া ৬ জনের একটি হ্যাকিং চক্রকে আটক করেছে সিপিসি-২ (নাটোর) র্যাব-৫। শনিবার (১০ জুলাই) রাজশাহী জেলার চারঘাট ও বাঘা থানা এলাকা হতে সংঘবদ্ধ এই চক্রটিকে আটক করা হয়।
শনিবার দুপুরে একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার চারঘাট থানাধীন খেড়ুর মোড় এলাকায় এবং বাঘা থানার আলাইপুর এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় এই হ্যাকিং চক্রকে। অভিযানটির নেতৃত্ব দেন কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী এবং উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন।
সিপিসি-২ (নাটোর), র্যাব-৫ জানায়, মোবাইল ফোন ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম “ইমো” হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় ১৩ টি মোবাইল, ১৮ টি সিমকার্ড, ১ টি মেমোরীকার্ড ও একটি মোটর সাইকেল ও নগদ টাকা ৩০,৭১৫ টাকাসহ ৬ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো, মোঃ সেলিম রেজা (২৪), মোঃ সাদিকুর ইসলাম (২৪), শান্ত বিশ্বাস (২১), মোঃ আবু জাফর (১৯), মোঃ রবিন ইসলাম (২২), পিমোঃ ইসরাফিল হোসেন ((৩০)।
গ্রেফতারকৃত ০৬ জন আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন স্থানের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করে এবং পরবর্তীতে ভিকটিমের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়।উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় মামলা রুজু করা রয়েছে।