
কোরবানিকে সামনে রেখে নগরীতে ৩টি অস্থায়ী পশুর হাট বসানোর অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার সিটি করপোরেশনের পক্ষ থেকে অস্থায়ী ৩টি পশুর হাটের ইজারা দেওয়া হয়।
এর মধ্যে নুর নগর হাউজিংয়ের কর্ণফুলী গরুর বাজারের ইজারা পেয়েছেন সাইফুল আলম, সল্টগোলা রেলক্রসিং সংলগ্ন মাঠের গরুর বাজারের ইজারা পেয়েছেন আবু সালেহ জুয়েল এবং কাঠগড়ে বাটারফ্লাই পার্ক সংলগ্ন মাঠের গরুর বাজারের ইজারা পেয়েছেন ওয়াহিদুল আলম চৌধুরী।
সিটি করপোরেশনের একজন কর্মকর্তা জানান, এবার করোনা পরিস্থিতির কারণে গড় ইজারা দরের চেয়ে কম মূল্যে অস্থায়ী পশুর হাটগুলো ইজারা দিতে হয়েছে। ২ কোটি ২০ হাজার ৩৭৭ টাকায় কর্ণফুলী বাজার, ২৪ লাখ ৩ হাজার টাকায় সল্টগোলা বাজার টাকায় বাটারফ্লাই বাজার ইজারা দেওয়া হয়েছে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ১২ জুলাই থেকে নগরীতে পশুর হাট বসানোর অনুমতি রয়েছে। কঠোর লকডাউনের কারণে ওই দিন থেকেই হাট বসানো যাবে কি না- সে বিষয়ে সরকারি নির্দেশনা এখনো আসেনি। সরকার যেভাবে নির্দেশনা দেবে, সেভাবেই আমরা কাজ করবো।এদিকে করোনা পরিস্থিতিতে এবার ৩টি স্থায়ী পশুর হাটকে কোরবানির পশু বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে- বিবিরহাট গরুর বাজার, সাগরিকা গরুর বাজার এবং পোস্তার পাড় ছাগলের বাজার।