
কক্সবাজারের পেকুয়ার সদর ইউপির মিয়ার পাড়া এলাকায় রোকিয়া হেলাল (৪৫) নামে এক বিধবা নারীকে মারধর করে বসতভিটা জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৭জুলাই) বিকাল ৩ টার দিকে পেকুয়া সদর ইউপির মিয়া পাড়া এলাকায় এঘটনা ঘটে। ভুক্তভোগী রোকিয়া হেলাল পেকুয়া সদর ইউপির মিয়া পাড়ার বাসিন্দা সাবেক বিজিবি সদস্য মৃত হেলাল উদ্দিনের স্ত্রী। রোকিয়া হেলাল বলেন, আমার স্বামী সাবেক বিজিবি সদস্য মৃত হেলাল উদ্দিন ২০১৭ সালে ঘাতকের হাতে নিহত হন।
স্বামীর ছোট ভাই দিদারের জায়গা রক্ষা করতে গিয়ে তিনি নিহত হয়েছিলেন। আমার স্বামী নিহত হওয়ার পর থেকে আমার স্বামীর ছোট ভাই দিদার আমার স্বামীর সব জায়গা জমি কেড়ে নিয়েছে। বিভিন্ন দপ্তরে বিচার দেওয়ার পরেও কোন সুবিচার পাইনি। আমার এক ছেলে এক মেয়েকে নিয়ে এখন আমি খুব ভয়ভীতির মধ্যে জীবন যাপন করতেছি।
তিনি আরো বলেন, সর্বশেষ বিকেল ৩টার দিকে জোরপূর্বক ভাবে আমার শেষ সম্বল বসতভিটা থেকে উচ্ছেদ করার জন্য দিদার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাকে এবং আমার কলেজ পড়ুয়া মেয়েকে মারধর করে বসতভিটা থেকে বের করে দেয়। বাড়িতে আসলে প্রাণে হত্যা করবে বলে হুমকি দিচ্ছে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।