
কক্সবাজারের পেকুয়ায় টানা দুইদিনের বর্ষণের কারণে পাহাড়ি ঢল ও বন্যার পানিতে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। টৈটংয়ের একটি ব্যস্ততম সড়ক ভেঙে যাওয়ায় ১০হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। এছাড়াও উপজেলার বেশ কয়েকটি গ্রামীণ সড়ক ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার টৈটং ইউনিয়নের ৪৫ গ্রাম, শিলখালীর ১০ গ্রাম, উজানটিয়ার ১০ গ্রাম, রাজাখালীর ১২ গ্রাম, বারবাকিয়ার ৬ গ্রাম, পেকুয়া সদরের ৫ গ্রাম ও মগনামার ১২ গ্রাম প্লাবিত হয়। পাহাড়ি ঢলের কারণে মৎস্যঘের তলিয়ে যাওয়া, হাস মুরগী ও আসবাবপত্র ভেসে যাওয়ায় কয়েক কোটি টাকার ক্ষয় ক্ষতির আশঙ্কাও করছেন তারা।
টৈটং ইউপির সাবেক চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, তার ইউনিয়নের বেশিরভাগ গ্রাম প্লাবিত হয়েছে। বেশ কয়েকটি গ্রামীণ সড়ক ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন ও বসতঘর পানিতে বন্দি হয়ে আছে। খাল ও ছড়াগুলো উম্মুক্ত না থাকার কারণে পানি নিস্কাশন হতে না পেরে পানিতে বন্দি রয়েছে ২০ হাজার মানুষ।
তিনি খাল খনন ও ছড়াগুলো দ্রুত উম্মুক্ত করার জন্য সংশ্লিষ্ঠ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন। এছাড়াও পাহাড়ি ঢলের কারণে পানি বন্দি হয়ে পড়া সাধারণ জনগণ তাদের দূর্ভোগের কথা জানিয়েছেন।এদিকে পাহাড়ি ঢল ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে সহকারি কমিশনার মিকি মারমা।