
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের বটতলী মাওলানা কামাল উদ্দিন পাড়া স্মৃতি সংসদের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) দুপুর দুই ঘটিকার সময় উক্ত সংগঠনের সভাপতি আব্দু ছবুরের সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাকের হোসাইনের সঞ্চালনায় মিষ্টিমুখ করণের মধ্যদিয়ে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ফিতা কেটে অফিসটি উদ্বোধন করেন টইটং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলীয় প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহেদুল ইসলাম চৌধুরী। উক্ত স্মৃতি সংসদের সকল সদস্যদের উদ্দেশ্যে জাহেদুল ইসলাম বলেন
“আমি আশা করবো এ স্মৃতি সংসদের মধ্যদিয়ে একটি সুশৃঙ্খল সমাজ ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে যাবে। সার্বিক সহযোগিতায় আমি এ সংগঠনের পাশে থাকবো”।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা মাওলানা ছালেহ, মো. জুলকর নাইন, হাফেজ মাওলানা কাইসার, মাওলানা মো. হাসান শরিফ, মাওলানা আলি আকবর, সাজ্জাদ হোসাইন, সিনিয়র সদস্য মো. বেলাল হাসেমী, হাফেজ মো. হাবিবুল মতিন, মো. নুরুল কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত স্মৃতি সংসদের সভাপতি আব্দু ছবুর বলেন “আজকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহনের মধ্যদিয়ে যারা অনুষ্ঠানের সৌন্দর্য রক্ষা করেছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অনুষ্ঠান শেষান্তে সকলে মাওলানা মরহুম কামাল উদ্দিনের সুযোগ্য সন্তান মাওলানা মো.ছালেহের পরিচালনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।