
পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন ৭ নং ওয়ার্ড রমিজ পাড়ার বাসীন্দা সৌদি প্রবাসী আলহাজ্ব রাজামিয়া রাজিব এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ রমজান) হাজিবাজারস্থ নিজস্ব মার্কেটের নিচ তলায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, টইটং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী জনাব জাহেদুল ইসলাম চৌধুরী,
টইটং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সারওয়ার কামাল, টইটং ইউপির প্যানেল চেয়ারম্যান হাজি শাহাব উদ্দিন সিকদার, সাবেক এমইউপি জানাব কবির আহামেদ, হাজিবাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি জনাব নুরুল কবির ,নাগরিক চিত্র স্টুডিওর পরিচালক ও চাটগাঁ টিভি.২৪ সম্পাদক মোহাম্মদ কাইসার।
এ ছাড়াও বাজার ব্যবসায়ীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে মৌলভীবাজার ফারুকিয়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুফতি শামসুল হক আজিজির পরিচালনায় বিশেষ মোনাজাতে অংশ নেন সবাই।