
মহেশখালীর শাপলাপুরের জামিরছড়ি গ্রামে গভীর রাতে পিতা ও সৎ ভাইদের হাতে ঘুমন্ত অবস্থায় খুন হয়েছে জুবায়ের (৩৫) নামের এক যুবক। এ ঘটনায় নিহতের আরেক ভাই মোঃ ফয়সাল (২৮), মা জান্নাত আরা বেগম, মেয়ে জুনু বেগম ও জুনু বেগমের মেয়ে শামীমাকে গুরতর আহত হয়েছে।
গত ১০ মে রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে। গুরুতর আহত ফয়সালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যান্যদের চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, মৃত মাস্টার ছালেহ আহমদ এর প্রথম পুত্র আলতাফ একাধীক বিবাহ করেছে। তার প্রথম স্ত্রী জান্নাত আরা বেগম।
নিহত জুবায়ের তার প্রথম পুত্র। প্রথম স্ত্রী জান্নাত আরা বেগম ছেলে মেয়েদের নিয়ে একই বাড়িতে পৃথকভাবে বসবাস করেন। সম্প্রতি জুবায়ের তার পিতা আলতাফ থেকে ২০ শতক জমি ক্রয় করেন। জমির পুরো টাকা গ্রহন করে রেজিস্ট্রি দিতে বার বার অপারগতা প্রকাশ করে আলতাফ।
এ বিষয় নিয়ে মহেশখালী থানায় একাধীক অভিযোগ দায়ের করেছে পরস্পরের বিরুদ্ধে। ওই অভিযোগ মিমাংশা না করে দীর্ঘসূত্রিতার কারণে এঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। স্থানীয় লোকজন জানান, আলতাফ এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। আলতাফ বাহিনীর প্রধান হিসেবে তাকে সকলেই চিনে।
এলাকায় সন্ত্রাস, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগে তার বিরুদ্ধে মহেশখালী থানায় একাধীক মামলা রয়েছে। বছরের অধিকাংশ সময় জেল হাজতে থাকে বিভিন্ন মামলায়। মহেশখালী থানার ওসি আবদুল হাই জানিয়েছেন, এঘটনায় জড়িত প্রধান আসামী আলতাফ ও তার পুত্র টিপুকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।