
৮ মে ২০২১ ইংরেজি রোজ শনিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় চট্টগ্রাম কিন্ডারগার্টেন কল্যাণ পরিষদ এর ব্যবস্থাপনায় অঙ্গীকার এস ও বাংলাদেশ ফাউন্ডেশন এর সহযোগীতায় পাহাড়তলী সাগরিকা রোডস্থ পাওয়ারসেল মডেল স্কুলে কিন্ডারগার্টেন শিক্ষকদের ঈদ উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এডুএইড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাছির উদ্দিনের সঞ্চালনায়, লাইফ লাইন স্কুল অ্যান্ড কলেজ ও চট্টগ্রাম কিন্ডারগার্টেন কল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ কাজী আবদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য পেশ করেন মুহাম্মদ জিয়াউল করিম,হাজী আব্দুললতিফ,
মোঃআব্দুল জলীল,ইঞ্জি: সানাউল্যাহ,জামাল উদ্দিন চৌ.,সালমা পারভীন,এবিএম লুৎফুল হক খুশি,জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তাগণ তাদের বক্তব্যে শিক্ষাক্ষেত্রে কিন্ডারগার্টেন স্কুল গুলোর অবদান তুলে ধরেন,বর্তমান দু:সময়ে কেউ এগিয়ে না আসায় হতাশা ব্যক্ত করেন
এবং সরকার ও বিত্তবানদের সহযোগীতায় এগিয়ে আসার আহ্বান জানান।পরে অঙ্গীকার এস ও বাংলাদেশের প্রেসিডেন্ট ক্যাপ্টেন আতিক খান, ভাইস প্রেসিডেন্ট শহীদুল ইসলাম মামুন এবং চট্টলার কিংবদন্তির সদস্য মো:রোহান ৭০ জন সম্মানিত শিক্ষকবৃন্দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।