
শুক্রবার(৩০ এপ্রিল) জুম্মার নামাজ শেষে টৈটং হাজির বাজার থেকে হিরাবনিয়া হয়ে পশ্চিম সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত(২কিলোমিটার ) রাস্তার (ফ্লাট সলিং) উদ্ভোধন করেছেন টইটং ইউনিয়নে সাবেক চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী।
এসময় জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, টৈটং ইউনিয়ন জন্মের পর থেকে অবহেলিত ছিল ৮ নং ওয়ার্ডের হিরাবনিয়াবাসী, আমার স্বপ্ন ছিল এই হিরাবনিয়াবাসীর দীর্ঘদিনের কষ্ট আমি দূর করবই। আজ আমার স্বপ্ন মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে আমি পূরণ করতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি ।
সাথে সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার অভিভাবক মননীয় সাংসদ আলহাজ্ব জাফর আলম এমপি মহোদয়ের প্রতি। যিনি আমাকে নির্বাচনের পূর্বে আরও অত্র এলাকা উন্নয়ন স্বরুপ ২ কিলোমিটার রাস্তা উপহার দিয়েছেন।
তিনি আরো বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, টৈটং-এ কোন ওয়ার্ডে কাঁচা রাস্তা থাকবে না। আমি এক এক করে টৈটং -কে নিয়ে আমার লালিত স্বপ্ন পূরণের মাধ্যমে টৈটং ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে আপনাদের উপহার দেব ইনশাল্লাহ।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন টইটং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার কামাল চৌধুরী,কন্টাক্টার আবু মূছা,টইটং ০৮ নং ওয়ার্ডের নেতা নুরুল আবছার, ঔষধ ব্যবসায়ী মৌঃ শিহাব উদ্দিন, মৌঃ মুছা কলিমুল্লাহ,শাহ-আলম,৮নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি গিয়াস উদ্দিন,
৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী কাইছার মোহাম্মদ ইলিয়াছ(রোকন),সৌদি প্রবাসী সাজ্জাদ হোছাইন চৌধুরী,প্রবাসী আবু বক্কর, মুবিনুর ইসলাম মানিক সহ অনেক নেতা কর্মী সহ এলাকার বিভিন্ন স্তরে ব্যক্তিবর্গ প্রমুখ।