
কক্সবাজারের পেকুয়ায় টমটম চালক সমিতির (রেজিঃ২১৩৬) আওতাধীন শতাধিক চালকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে কেকুয়া কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে জনপ্রতি দুটি করে মাস্কসহ এ উপহার গুলো চালকদের হাতে তোলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোতাছেম বিল্যাহ।
নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার চালকদের কাছে পৌঁছে দিলাম। চালকদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি।
ঈদ উপহার পেয়ে টমটম চালকরা বলেন, লকডাউনে সব সময় ছোট গাড়ির ড্রাইভারগুলো অসহায় অবস্থায় জীবন যাপন করে থাকে। সেটি মাথায় রেখে আমাদের পাশে থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও পেকুয়ার ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার(ভূমি) মিকি মারমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, সাংবাদিক মোঃ ফারুক, জালাল উদ্দিন, জোবাইদ, রেজাউল করিম ও আজিজ।