
মহেশখালীতে হেফাজতের নামে তান্ডবের অন্যতম হোতা উপজেলা হেফাজতে ইসলাম এর নেতা মৌলভী হেলাল উদ্দিন কে গ্রেফতার করেছে পুলিশ।
২৪ এপ্রিল চকরিয়া মালুমঘাট থেকে তাকে গ্রেফতার করে মহেশখালী থানা পুলিশ।গত ৩ এপ্রিল মহেশখালীতে আওয়ামী লীগে অফিসে ভাংচুর ও বিভিন্ন সরকারি দপ্তরে হামলার অন্যতম হোতা মৌলভী হেলালকে গ্রেফতার করেছে পুলিশ।
মহেশখালী থানার ওসি তদন্ত আশিক ইকবাল জানিয়েছেন গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তাকে মালুঘাট থেকে গ্রেফতার করা হয়। ধৃত হেলাল উদ্দিন বড় মহেশখালীর শুকরিয়া পাড়ার নরুল আমিনের পুত্র।
সে মহেশখালী থানায় দায়েরকৃত তিনটি মামলার ২টির এজাহারভুক্ত ২নং আসামী।তাকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে আনা হয়েছে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ আবদুল হাই জানিয়েছেন,
ধৃত হেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপুর্ণ তথ্য পাওয়া যাবে। আরো যারা মাস্টার মাইন্ড আছে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।