
ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মধ্যম রামপুর এলাকায় অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার সহ মোঃ সাফায়েত উল্লাহ (২৫) নামে ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব -৭।
গতকাল সোমবার ১৯ এপ্রিল রাত ৮ঃ৩০ মিনিটের সময় অভিযান পরিচালনা তাকে আটক করা হয়। আটককৃত আসামি মোঃ সাফায়েত উল্লাহ ফেনী জেলার সদর থানাধীন নৈরাজপুর এলাকার মোঃ ইউসুফের ছেলে।
র্যাব -৭, এর সহকারী পরিচালক, (সিপিসি-১) ফেনী ক্যাম্প কমান্ডার এএসপি জুনায়েদ জাহেদী জানান,
গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মধ্যম রামপুর এলাকাস্থ মদিনা অটো মোবাইলস্ পেন্টিং ডেন্টিং ওয়ার্কসপ এর সামনে অভিযান চালিয়ে নাশকতার উদ্দেশ্যে অবস্থান করা এক সন্ত্রাসীকে আটক করা হয়।
পরে তার কোমড়ে গোজা অবস্থায় ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার হয়।তিনি আরও জানান,
আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত ফেনীসহ দেশের অন্যান্য অঞ্চলে অবৈধ অস্ত্র কেনা-বেচা এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।গ্রেফতারকৃত আসামীকে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।