
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগরীর ৮ রোগির মৃত্যু হয়েছে। গত এক বছরে এটি একদিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।
এ সময়ে ৩০৫ জনের দেহে নতুন সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণ হার ২৬ দশমিক ৭১ শতাংশ।সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, গতকাল নগরীর পাঁচ ল্যাবে চট্টগ্রামের ১ হাজার ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত ৩০৫ জনের মধ্যে শহরের বাসিন্দা ২৭১ জন এবং বারো উপজেলার ৩৪ জন।জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা এখন ৪৬ হাজার ৩৮০ জন। এর মধ্যে শহরের ৩৭ হাজার ২১৫ জন ও গ্রামের ৯ হাজার ১৬৫ জন।
উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীত ৮ জন, ফটিকছড়িতে ৫ জন, পটিয়া ও সাতকানিয়ায় ৪ জন করে, রাঙ্গুনিয়ায় ৩ জন, আনোয়ারা, লোহাগাড়া ও বাঁশখাালীতে ২ জন করে এবং বোয়ালখালী, রাউজানে, সীতাকু- ও সন্দ্বীপে ১ জন করে রয়েছেন।
গতকাল চট্টগ্রামে করোনায় ৮ রোগীর মৃত্যু হয়। মৃতের সংখ্যা এখন ৪৪৫ জন। এতে শহরের বাসিন্দা ৩২৯ জন ও গ্রামের ১১৬ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ৯২ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে গতকালের মৃতের সংখ্যা এক বছর এগারো দিনের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এ নিয়ে চলতি মাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৬ জনে।