
কক্সবাজারের পেকুয়ায় জায়গা জবরদখলে নিতে ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের পন্ডিত পাড়া এলাকার ওসমান গণির বাড়িতে এ ভাংচুরের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওসমান গণির স্ত্রী রেহেনা বেগম ও ছেলে সানজিদুর রহমান হাসিব জানান, “পূর্ব শত্রুতার জের ধরে মৃত মফজুলুর রহমানের পুত্র জয়নাল আবেদিন ও তার ছেলে এসফাক, শহিদুল্লাহসহ দীর্ঘদিন ধরে আমাদের উপর নির্যাতন চালিয়ে আসছে।
এমন কি এর বিরুদ্ধে প্রতিবাদ করলে প্রান নাশের হুমকিও দিয়ে আসছে। এব্যপারে আমরা আদালতে আশ্রয় নিয়ে তাদের বিরুদ্ধে মামলাও করেছি। এছাড়াও তারা এলাকার প্রায় খারাপ কাজে প্রতিনিয়ত লিপ্ত থাকে । কিছু দিন আগেও টইটং সীমান্ত ব্রীজের কাজ চলাকালিন সেখানকার নির্মান কাজে ব্যবহারিত লোহার রড চুরি করে তাদের পুকুরের মজুত রেখে ছিল। ঘটনার দিন তারা পুকুরের পানির নিচে রাখা চোরাই রড গুলো তোলে দালান করার প্রস্তুতি নেয়।
বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজন সাংবাদ কর্মী আসলে এসফাক তাদের সামনে অকাথ্য ভাষায় গালি-গালাজ করে ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের উপর হামলার চেষ্টা করে । এব্যাপারে স্বামী ওসমান গণির কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, দীর্ঘদিন ধরে তারা আমার পরিবারের উপর নির্যাতন চালিয়ে আসছে।
এব্যপারে আমি আইনের আশ্রয় নিয়ে কোর্টে মামলা করেছি। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমাকে প্রাণে মারার হুমকি দিয়ে আসছে। সে ভয়ে আমি বর্তমানে চট্রগ্রামে এসে অবস্থান করছি। আমি স্থানীয় প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছি তবে এখনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।