
চট্টগ্রাম বাঁশখালীর দক্ষিণ পুইছড়ির সড়কে পেকুয়া মুখি একটি এস.আলম চট্র-মেট্রো-থ ১১-১৩৪৭ নং বাসের সাথে- চট্টগ্রাম মুখি “রাবিব,তাসমিন এক্সপ্রেস’ নামের একটি সি এন জি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
এ সময় সিএন জি চালিত অটোরিকশাটি দুমড়ে-মুসড়ে গেলে সিএনজিতে থাকা ৪ জন যাত্রি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সি এন জি চালক মারা যান। বাকী তিনজনের মধ্যে আরও একজন আশংকাজনক বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০ টার সময় বাঁশখালী সড়ক দক্ষিণ পুইছড়ির টানা ব্রীজ নামক এলাকায় এঘটনা ঘটে।
জানা গেছে নিহত চালকের নাম মোহাম্মদ আব্দুল আজিজ (৪২)। তিনি কক্সবাজারে চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড় সাদেক পাড়া গ্রামের মৃত ফয়েজ আহাম্মদের পুত্র। সরজমিনে গিয়ে দেখা যায় সড়কের উপর একটি নির্মাণ কাজে ব্যবহৃত পাথরের স্তুব। প্রত্যক্ষদর্শীদের দাবি, মর্মান্তিক দুর্ঘটনার মুল কারণ সড়কের উপর পরিত্যক্ত ওই পাথরের স্তুব। দিনে যেনন তেমন রাতে কিছুতে বুঝা যায়না সড়কের উপার রাখা হয়েছে পাথরে স্তুব।