
পেকুয়ায় এক সাপ্তাহ ধরে অসুস্থ হয়ে বাড়িতে শুয়ে আছেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ জাকারিয়া। খবর পেয়ে রোগীর বাড়িতে ছুটে আসেন কক্সবাজার -১ (চকরিয়া-পেকুয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বি এ অনার্স এম.এ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) পেকুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ছাবের আহমদ, আরএমও ডাক্তার মুজিবুর রহমানকে সাথে নিয়ে সরাসরি রোগীর বাড়িতে উপস্থিত হন তিনি। এসময় আলহাজ্ব জাফর আলম বলেন, “অসুস্থ হয়ে শুয়ে থাকা এই ছেলেটা আমার খুব ভাল লাগে।
আমি তাঁর জন্য সবার কাছে দোয়া কামনা করছি, সাদা মনের এই ছেলেটা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে”। অসুস্থ জাকারিয়া টইটং ইউনিয়নের হাজি বাড়ির মাস্টার বজল আহমদের পুত্র।
তিনি এক সাপ্তাহ আগে হঠাৎ দূরারোগ্য ব্যাধিত রোগ অসুস্থ হয়ে পড়েন। তখন থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নেন তিনি।
পরিবারে সুত্রে জানা গেছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য আগামী শনিবার তাঁকে ঢাকা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন টইটং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ সরওয়ার কামাল, টইটং ইউপি’র প্যানাল চেয়ারম্যান হাজ্বী সাহাব উদ্দিন, সাবেক এম ইউপি কবির আহমদসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।