চট্টগ্রাম বোয়ালখালীতে করোনা আক্রান্ত হয়েছে ভেবে আত্মহত্যা করেছে সুজন দেওয়ানজী ৩৮ ।

ডেস্ক নিউজঃ চট্টগ্রাম বোয়ালখালীতে করোনা আক্রান্ত হয়েছে ভেবে আত্মহত্যা করেছে সুজন দেওয়ানজী (৩৮) নামের এক ব্যাক্তি। মৃত সুজন কলেজের উত্তর পাশের হরি চৌকিদার বাড়ির টুন্টু দেওয়ানজীর সন্তান ।
সূত্রে জানা যায় সুজন দেওয়ানজী (৩৮) ৬ই জুন শনিবার ১১ টার দিকে কধুরখীলের জলিল আম্বিয়া কলেজ কলেজ ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন, এবং কলেজের পাশে সড়ক থেকে উদ্ধার করা হয় তার মৃতদেহ।
আত্বহত্যার বিষয়ে জানতে চাইলে কলেজের দারোয়ান মো. ইউসুফ বলেন, রাতে ডিউটি করে সকালে ঘুমিয়ে পড়ে এবং সকাল সাড়ে ৮টার দিকে আমার স্ত্রী আমাকে জানায় কলেজের পাশে একজনের মৃতদেহ পড়ে আছে। ঘটনা জানার পর আমি ঘটনাস্থলে গিয়ে দেখি মৃতদেহটি ঘিরে অনেক মানুষ জড়ো হয়ে আছে । এ বিষয়ে দারোয়ান আরো জানান মৃত সুজন ভবন থেকে লাফ দিয়েছে কি-না তা জানিনা তবে কলেজের সব গেইট বন্ধ ছিল । তবে স্থানীয়রা বলছে, সে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে।
স্থানীয় ইউপি সদস্য মৃণাল কান্তি বিশ্বাস টিটু বলেন, সুজন শুক্রবার (৫ জুন) রাতে তার স্ত্রীকে জানায়- সে করোনায় আক্রান্ত হয়েছে। বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানালে তারা শনিবার তার করোনা পরীক্ষা করার জন্য বলেছিল। সে আজ জলিল আম্বিয়া কলেজের নতুন ভবনের ৫ম তলায় উঠে রাস্তার ওপর লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।মৃত সুজন ৩ কন্যার জনক। তার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরো সংবাদ