
নিউজ ডেস্ক :
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১২২ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের আরও ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নতুন শনাক্ত হয়েছেন ৫১ জন, বাকি একজন পুরনো রোগী। মঙ্গলবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার চমেকের ল্যাবে ১২২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম নগরের ৪৭ জনের নমুনায় করোনা শনাক্ত হয়। এছাড়া হাটহাজারীর ১ জন, পটিয়ার ২ জন ও সন্দ্বীপের ১ জনের দেহে করোনা পাওয়া গেছে। শনাক্ত বাকি একজন পুরনো রোগী।
নগরে আক্রান্তদের মধ্যে ব্যাটারি গলি ১ জন, বন্দরের ৩ জন, আকবরশাহ ১ জন, দক্ষিণ বাকলিয়া ১ জন, বেউ বাজার ১ জন, কাজীর দেউড়ি ১ জন, কোতোয়ালী ৫ জন, হালিশহর ২ জন, নিমতলা ১ জন, অক্সিজেন ১ জন, পাথরঘাটা ২ জন, আল ফালাহ গলি ১ জন, খাতুনগঞ্জ ১ জন, ডবলমুরিং ৭ জন, আগ্রাবাদ ২ জন, ফকিরহাট বন্দর ১ জন, পাঁচলাইশ ২ জন, পাহাড়তলী ১ জন, সাগরিকা ২ জন, দেওয়ানহাট ৬ জন, পতেঙ্গা ১ জন, বায়েজিদ ১ জন, ইপিজেড ১ জন, বাকলিয়া ১ জন, হাটহাজারী ১ জন, পটিয়া ২ জন, সন্দ্বীপ ১ জন ও নগরের আরও দুইজন রয়েছেন।