
নিউজ ডেস্ক :
পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার সাঈকা সাহাদাতের বদলি আদেশ স্থগিত করা হয়েছে । ১মে ২০২০ ইং স্মারক নং -০৫.৪২.০০০০.০১.৪১৯.০১৩.২০.২৯৯ অতিরিক্ত ভিবাগীয় কমিশনার (সার্বিক) চট্টগ্রাম শংকর রঞ্চন সাহা স্বাক্ষরিত এ আদেশ জারি করা হয় ।
একই সাথে চট্টগ্রাম জেলার মেয়ে বর্তমান কুমিল্লা জেলার ব্রাক্ষণ পাড়া উপজেলা নির্বাহী অফিসার নাজমা সিদ্দিকা বেগমকে পেকুয়া উপজেলা নতুন নির্বাহী অফিসার হিসেবে নিয়োগ স্থগিত করা হয় ।
পেকুয়ার প্রত্যাহারকৃত ইউএনও সাঈকা সাহাদাতের বিরুদ্ধে সম্প্রতি ১৫ টন চাল কেলেংকারীতে জড়িত থাকার অভিযোগ উঠে।
আলোচিত এ ঘটনায় টৈটং ইউ পি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। এরপর তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। কিন্তু চাল কেলেংকারীর এ ঘটনায় নেপথ্যে ইউএনও ‘র সংশ্লিষ্টতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে সরব হয়ে উঠে স্থানীয়রা।