
নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের পেকুয়া উপজেলায় মহিলা মেম্বারসহ দুই করোনা রোগী সনাক্ত হয়েছে। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ছাবের আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ছাবের আহমদ জানিয়েছেন, পেকুয়া সদরের বলীরপাড়ায় ৩০বছর বয়সী এক যুবকের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। তিনি সাতকানিয়া থাকে পেকুয়ায় এসেছিলেন। অপরদিকে মগনামা ইউপির এক মহিলা সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তার বয়স আনুমানিক ৪২ বছর। তিনি সম্প্রতি চট্টগ্রাম থেকে ফিরেছেন। তাদের শরীরে কোন ধরণের উপসর্গ না থাকলেও ভাইরাস ধরা পড়েছে।
পেকুয়া উপজেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার মুজিবুর রহমান বলেন, বৃহস্পতিবার ১২২ জনের নমুনা সংগ্রহ করা হয়। ১১৪ জনের রিপোর্ট পাওয়া গেছে। তার মধ্যে ২ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা গেছে।
তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের মাধ্যমে সবার কাছ থেকে আলাদা করে রাখা হয়েেছে। তাদের বাড়িও লকডাউন করা হচ্ছে।