
বার্তা কক্ষ :
চট্টগ্রাম এ নতুন করে আরও একজনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
আজ শুক্রবার রাতে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি জানান, শুক্রবার বিআইটিআইডিতে ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম এর দামপাড়ার ৩৮ বছর বয়সী একজন পুরুষের দেহে করোনা ধরা পড়েছে।
প্রসঙ্গত, বিআইটিআইডিতে এখন পর্যন্ত ২২৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে এ পর্যন্ত ৭৯ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় আক্রান্ত হয়েছেন মোট ৪৪। আক্রান্ত অন্যরা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার।
এ ছাড়া চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১২ জন।