
ডেস্ক নিউজঃ
চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তাকে ঘুষ দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আশিকুর রহমানের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এই আদেশ দিয়েছেন বলে জানান দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাভলু।
তিনি একুশে পত্রিকাকে বলেন, লাখ টাকা ঘুষ দিতে গিয়ে গ্রেপ্তার আনসার – ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আশিকুর রহমানে ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেয়েছিল। তার জামিন বাতিল করার জন্য জজ আদালতে আমরা আবেদন করেছিলাম। শুনানি শেষে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
এর আগে গত বছরের ১৯ জানুয়ারি চট্টগ্রামের আগ্রাবাদে দুদক কার্যালয়ে এক কর্মকর্তাকে লাখ টাকা ঘুষ দিতে গিয়ে গ্রেপ্তার হন আনসার – ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আশিকুর রহমান। গ্রেপ্তার হওয়ার আগমুহূর্ত পর্যন্ত তিনি নীলফামারীর আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট ছিলেন।
বান্দরবানের লামায় কর্মরত থাকা অবস্থায় ১২ লাখ টাকা কাজের দুর্নীতির অভিযোগ উঠে আশিকের বিরুদ্ধে।